নিজস্ব প্রতিবেদক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের শত কোটি টাকার চেক আগামীকাল বৃহস্পতিবার বিতরণ করা হবে।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় মগবাজার শাহনুরি হাইস্কুল মাঠে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ক্ষতিপূরণের শত কোটি টাকার চেক বিতরণ করা হবে।
ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্কুলের মাঠে অস্থায়ী ক্যাম্প তৈরি করে চেক হস্তান্তর করবেন। এ সময় উপস্থিত থাকবেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. আল মামুন, ঢাকা জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মির্জা মুরাদ হাসান বেগ, তেজগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদির মিয়া, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস।
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মির্জা মুরাদ হাসান বেগ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা কয়েক ধাপে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা যাতে ক্ষতিগ্রস্তরা দালালমুক্ত, হয়রানিমুক্তভাবে স্বল্প সময়ে পান, সেজন্য জেলা প্রশাসন এ প্রকল্পের সব টাকা অন দ্য স্পটে হাতে হাতে বিতরণ করবে।
ঢাকা জেলা প্রশাসন সূত্র জানায়, ইতিমধ্যে তিন ধাপে বিভিন্ন এলাকায় ১৫০ কোটি টাকার দেওয়া হয়েছে।