অর্থনীতি ডেস্ক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে নিয়োজিত বিদেশি নাগরিকদের বেতন-ভাতায় প্রযোজ্য আয়কর থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে নিয়োজিত বিদেশি নাগরিকদের প্রকল্প হইতে উদ্ভূত বেতন ও ভাতার উপর আরোপণীয় আয়কর প্রদান হইতে ৩ বছরের জন্য অব্যাহতি প্রদান করা হইল। যা প্রজ্ঞাপন কার্য্কর হওয়ার তারিখ হইতে কার্য্কর হইবে।’
নগরবাসীর যানজটের ভোগান্তি লাঘবে সরকার ১২ হাজার ২০০ কোটি টাকা (সংশোধিত প্রকল্প ব্যয়) ব্যয়ে রাজধানীর সড়ক, বিশেষ করে রেল লাইনগুলোর ওপর দিয়ে এই উড়াল সড়ক নির্মাণ করছে সরকার।
২৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেস ওয়ের রুট নির্ধারিত হয়েছে রাজধানীর বিমানবন্দর থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-সাতরাস্তা-মগবাজার রেল করিডোর-খিলগাঁও-কমলাপুর-গোলাপবাগ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত।
দুটি লিংকসহ ২৬ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেস ওয়ের একটি লিংক থাকবে হোটেল সোনারগাঁওয়ের পেছনে। অপরটি থাকবে তেজগাঁও সাতরাস্তা হয়ে ফার্মগেট পর্যন্ত।
পরবর্তীতে যখন এক্সপ্রেস ওয়ে সম্প্রসারিত করে উত্তর দিকে জয়দেবপুর চৌরাস্তা ও দক্ষিণে নারায়ণগঞ্জকে যুক্ত করবে, যা একদিকে কাঁচপুর সেতু এবং অন্য দিকে নির্মিতব্য পদ্মা সেতু, ঢাকার উত্তর-দক্ষিণ এবং মধ্যাংশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোকেও যুক্ত করবে। সব মিলিয়ে তখন পুরো প্রকল্পের দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ কিলোমিটার। যা ২০১৯ সালে শেষ হওয়ার কথা রয়েছে।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের এই প্রকল্প তিন ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপ বিমানবন্দর থেকে শুরু হয়ে বনানী পর্যন্ত ৭ দশমিক ৪৫ কিলোমিটার। দ্বিতীয় পর্যায়ে বনানী থেকে মগবাজার পর্যন্ত ৫ দশমিক ৮৫ কিলোমিটার এবং শেষ পর্যায়ে মগবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৬ দশমিক ৪৩ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করা হবে।
২০১১ সালের ১৯ জানুয়ারি এ প্রকল্পের প্রথম চুক্তি হয়। একই বছর ৪ এপ্রিল ভিত্তিস্থাপন করা হয়। তবে নকশা পরিবর্তন ও মূল্যস্ফীতির কারণে প্রকল্প ব্যয় বেড়ে যায়। ২০১৩ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতাল থাই ডেভেলপমেন্ট কোম্পানির সঙ্গে নতুনভাবে চুক্তি করে সরকারের সেতু বিভাগ।