ক্রীড়া ডেস্ক : এল ক্লাসিকো মানে শুধু রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দ্বৈরথ নয়, এল ক্লাসিকো মানে বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথও।
ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় আজ রাত সোয়া ৯টায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। সেই মহারণের আগে এল ক্লাসিকোতে মেসি-রোনালদো দ্বৈরথ এক নজরে।
মেসি বনাম রিয়াল মাদ্রিদ
*এল ক্লাসিকোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (২১ গোল) মেসি।
*সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে কোনো গোল পাননি মেসি। রিয়ালের বিপক্ষে বার্সেলোনা ফরোয়ার্ডের এমন বাজে সময় আগে কখনো কাটেনি।
*ক্লাসিকোতে মেসি নিজের ২১ গোলের ১২টি (৫৭ শতাংশ) করেছেন রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
*ক্লাসিকোতে ৩২ ম্যাচে মাঠে নেমে ১৩টি অ্যাসিস্ট করেছেন মেসি। ৩২ ম্যাচের মধ্যে জিতেছেন ১৫টি।
রোনালদো বনাম বার্সেলোনা
*ক্লাসিকোতে ২৫ ম্যাচের মাত্র সাতটিতে জিতেছেন রোনালদো।
*ক্লাসিকোতে রিয়াল তারকা গোল করেছেন ১৬টি। বার্সেলোনার বিপক্ষে তার চেয়ে বেশি গোল আছে কেবল ডি স্টেফানোর (১৮ গোল)।
*মেসির মতো রোনালদোও অ্যাওয়ে ম্যাচে জ্বলে উঠেছেন বেশি। ১৬ গোলের ১০টিই করেছেন বার্সার মাঠ ন্যু ক্যাম্পে।
*ক্লাসিকোতে ২৫ ম্যাচে রোনালদোর অ্যাসিস্ট মাত্র একটি।