বিনোদন ডেস্ক : চারবারের বিজয়ী প্রিয়াঙ্কা চোপড়াকে পেছনে ফেলে ২০১৬ সালের ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন।
এবারই প্রথম এ খেতাব জিতলেন দীপিকা। অন্যদিকে গত দুবছর এ তালিকায় শীর্ষে ছিলেন প্রিয়াঙ্কা।
এ বছর কোনো সিনেমা মুক্তি না পেলেও নানা ঘটনা এবং হলিউড প্রজেক্ট এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার জন্য বছরজুড়ে আলোচনায় ছিলেন দীপিকা পাড়ুকোন। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে।
খেতাবটি পেয়ে ভীষণ উচ্ছ্বসিত বাজিরাও মাস্তানি খ্যাত এ তারকা। তিনি বলেন, “এ খেতাব পেয়ে আমি খুবই আনন্দিত কিন্তু ‘সেক্সি’ শব্দটির অর্থ একেক জনের কাছে একেক রকম। আমার কাছে এটি কোনো শারীরিক ব্যাপার নয়। আমার মতে, আপনি যা এটিতে যখন স্বস্তি অনুভব করবেন সেটিই সেক্সি। আত্মবিশ্বাস হচ্ছে সেক্সি। নিষ্পাপতা এবং নাজুকতা হলো সেক্সি।”
জরিপটি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইস্টার্ন আই। এবারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট রয়েছেন পঞ্চম স্থানে। ক্যাটরিনা কাইফ ও সোনম কাপুর রয়েছেন সপ্তম ও অষ্টম স্থানে।