এশিয়ার ১০ নারী

বিনোদন ডেস্ক : ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’র জরিপ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা ইস্টার্ন আই। বিশ্বের লাখ লাখ পাঠকের ভোটে এ জরিপ করা হয়েছে বলে জানা গেছে।

জরিপে ২০১৬ সালের ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ খেতাব জিতেছেন দীপিকা পাড়ুকোন। এবারই প্রথম এ খেতাব জিতলেন তিনি। অন্যদিকে গত দুবছর এ তালিকায় শীর্ষে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার অবশ্য তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।

এ বছর কোনো সিনেমা মুক্তি না পেলেও নানা ঘটনা এবং হলিউড প্রজেক্ট এক্সএক্সএক্স : দ্যরিটার্নঅবজান্ডারকেজ সিনেমার জন্য বছরজুড়ে আলোচনায় ছিলেন দীপিকা পাড়ুকোন। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে।

ইস্টার্ন আইয়ের জরিপে সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যানের মধ্যে শীর্ষ দশজনকে নিয়ে আমাদের আজকের ফটো ফিচার।