এশিয়া ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড ২০১৬ প্রদান করেছে নিপপন পেইন্ট

নিজস্ব প্রতিবেদক : স্থাপত্য এবং ইন্টেরিওর ডিজাইনিং ক্যাটাগরিতে পাঁচ শিক্ষার্থীকে এশিয়া ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড ২০১৬ প্রদান করেছে নিপপন পেইন্ট।

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান নিকতনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়।

‘বি বোল্ড, বি ফ্রি, বি ইউ’ থিম নিয়ে নিপপন পেইন্ট আয়োজন করে এশিয়া ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড ২০১৬।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য এবং ইন্টেরিওর ডিজাইনিং বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগের শিক্ষার্থীদের মেধা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই ছিল এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতায় স্থাপত্য এবং ইন্টেরিওর ডিজাইনিং বিভাগের প্রজেক্ট নিয়ে দুটি ক্যাটাগরিতে গোল্ড পুরস্কারপ্রাপ্তরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মাহমুদা বিনতে হাবিব এবং শান্ত-মরিয়ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিকুর। গোল্ড বিজয়ীদের নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। অন্য দুটি ক্যাটাগরিতে সিলভার পুরস্কার বিজয়ী আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদিয়া ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিহাকে নগদ ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়াও বেস্ট কালার সিলেকশন অ্যাওয়ার্ড পেয়েছেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মোহাম্মদ তারিক।

২০০৮ সাল থেকে চলা এ প্রতিযোগিতা এবারই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হলো। বাংলাদেশের গোল্ড পুরস্কার বিজয়ীরা ২০১৭ সালে মার্চ মাসে ইন্দোনেশিয়ার বালিতে গ্রান্ড গালা রাউন্ডে প্লাটিনাম অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে পারবে। গ্রান্ড গালা রাউন্ডে প্লাটিনাম অ্যাওয়ার্ড পেতে আরও ১৩টি দেশের গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ীদের সঙ্গে প্রতিযোগিতা করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থপতি খাদেম আলী, বুয়েট অধ্যাপক কাজী আজিজুল মওলা, স্থপতি আবিদ হাসান নূর সেতু, অধ্যাপক হোসনে আরা, স্থপতি এ এফ এম মহিউদ্দিন আকন্দ, নিপপন পেইন্টের ন্যাশনাল সেলস ম্যানেজার আলফ-আসরার মুহাম্মাদ আরসালান, এরিয়া সেলস ম্যানেজার রেদওয়ান আহমেদ চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জেফরি গহ চিন কিউ।