ক্রীড়া প্রতিবেদক : দুই বছর আগে বাংলাদেশ অনুষ্ঠিত এশিয়া কাপে মাশরাফি-তামিম-মুশফিকদের হারিয়ে দিয়েছিল পুঁচকে আফগানিস্তান।
২০১৫ বিশ্বকাপে তাদের হারালেও বাংলাদেশের বিপক্ষে ফের মুখোমুখিতে সেই ম্যাচকেই প্রেরণা হিসেবে দেখছে আফগানরা।
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা আফগানিস্তান প্রথম ওয়ানডেতে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। ময়দানী লড়াইয়ে নামার আগে নিজেদের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের কথা বলেছেন আফগান অধিনায়ক আসগর স্টানিকজাই।
দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে নিযে আসগর জানান, ‘শাহজাদ আমাদের দলের খুব ভালো খেলোয়াড়। তবে দলের প্রত্যেকেই বাংলাদেশের বিপক্ষে ভালো করতে চাইবে। সেরাটা দেয়াই আমাদের প্রত্যাশা।’
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ভালো করা নিয়ে আসগর জানান, ‘দুই বছর আগে বাংলাদেশের বিপক্ষে জয়কে আমরা স্মরণ করতে পারছি। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আমাদের দল অনেক ক্রিকেট খেলেছে। আমাদের অভিজ্ঞতা অনেক কম ছিল। আমরা এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলোতে খেলেছি। আশা করছি আমাদের দল শেষবারের চেয়ে এবার ভালো করতে পারবে ‘
বাংলাদেশ সফরে নিজের লক্ষ্য নিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘প্রত্যেকেই এখানে জয়ের জন্য এসেছে। পূর্ণ সদস্যপদ পাওয়া একটি দলের বিপক্ষে নিজেদের সেরা লড়াইটা করব। তাদের বিপক্ষে খেলে আমরা অভিজ্ঞতা অর্জন করতে চাই। এ ধরনের পূর্ণ সদস্যপদ পাওয়া দলগুলোর বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলতে চাই।’
বাংলাদেশে একমাত্র প্রস্তুতি মাচে ইমরুল-সাব্বিরদের নিয়ে গড়া বিসিবি একাদশের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। তবে প্রথম ওয়ানডে ম্যাচে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করে আফগানিস্তান অধিনায়ক বলেন, ‘এটা প্রস্তুতি ম্যাচ ছিল এবং ভারতেও এ ধরনের ম্যাচে আমরা ভালো খেলেছি। অনেক খেলোয়াড়ই এ ম্যাচে জায়গা পেয়েছিল। তাই আমরা কিছু ব্যাটসম্যানকে যাচাই করার সুযোগ পেয়েছিলাম যারা আগে খেলতে পারেনি। আমরা পরিস্থিতির উপর নির্ভর করে ম্যাচে মোহাম্মদ নবীর ব্যাটিং অবস্থান নির্ধারণ করব’।