এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি অনুসারী দীপিকা পাড়ুকোনের

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনয়গুণে হলিউডে জায়গা করে নিয়েছেন তিনি।

শুধু তাই নয়, বর্তমানে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীও তিনি। এবার তার ঝুলিতে যোগ হলো আরেক মাত্রা। তা হলো- এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি অনুসারী দীপিকা পাড়ুকোনের। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, দীপিকা পাড়ুকোনকে টুইটারে ১৬ মিলিয়ন মানুষ অনুসরণ করেন। টুইটারে এই সংখ্যক অনুসারী এশিয়া মহাদেশে আর কোনো ব্যক্তির নেই।

দীপিকার পরবর্তী সিনেমা পদ্মাবতী। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। এ ছাড়া আগামী জানুয়ারিতে মুক্তি পাচ্ছে তার হলিউড সিনেমা এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অবজান্ডার কেজ।