
অর্থনৈতিক প্রতিবেদক : এসএমই ক্লাস্টার উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। এরই মধ্যে ফাউন্ডেশনের বহুমুখী প্রয়াসের অংশ হিসেবে দেশে মোট ১৭৭টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে।
সোমবার এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত গণমাধ্যম কর্মীদের সাথে এসএমই ক্লাস্টার উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময়কালে ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ এ কথা বলেন।
তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশের জন্য ক্লাস্টারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা আন্তর্জাতিকভাবে জনপ্রিয় একটি পন্থা। এর মাধ্যমে এসএমই উন্নয়নে আশাপ্রদ ফল লাভ করা সম্ভব।
তিনি বলেন, এই ক্লাস্টারসমূহে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনায় প্রচুর অর্থের প্রয়োজন। এক্ষেত্রে সরকারের আর্থিক সহযোগিতা পেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্লাস্টার উন্নয়নে ফাউন্ডেশনের কার্যক্রম আরো সম্প্রসারণ করা সম্ভব হবে।
‘আন্তর্জাতিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এসএমই ফাউন্ডেশন বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের টেকসই সামগ্রিক উন্নয়নের জন্য ক্লাস্টারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে এবং ফাউন্ডেশনের বহুমুখী প্রয়াসের অংশ হিসেবে দেশে মোট ১৭৭টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্লাস্টার চিহ্নিত করা হয়েছে।’
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম অনুষ্ঠানে বলেন, ফাউন্ডেশন ইতিমধ্যে নির্বাচিত এসএমই ক্লাস্টার উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের মাধ্যমে ১৩টি ক্লাস্টার ও ৩টি ক্লায়েন্টেল গ্রুপের ৪৪০ জন নারী উদ্যোক্তাসহ ১২০০ জন উদ্যোক্তার মধ্যে প্রায় ৬০ কোটি টাকা ৯ শতাংশ সুদে জামানতবিহীন ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, এ প্রোগ্রামে ঋণ বিতরণের ক্ষেত্রে নতুন ও নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান করা হয়। এসএমই ক্লাস্টার উন্নয়নে আরো অর্থ বিতরণ আবশ্যক বলে তিনি মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য মানতাশা আহমেদ, বাপা চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি বক্তব্য রাখেন।