এসএসসিতে অকৃতকার্য হয়ে এক ছাত্রীর আত্মহত্যাঃবাঁচাতে গিয়ে খালা মৃত্যু

নিজ ঘর থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর উপজেলার টংগের আলগায় এসএসসিতে অকৃতকার্য হয়ে এক ছাত্রী ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে। তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে তার গর্ভবতী খালা।

ইসলামপুরের শহীদ জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ জানান, তার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী শারমিন আক্তার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর শারমিন দেওয়াগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেনের নিচে লাফিয়ে আত্মহত্যা করে। এ সময় তার খালা গর্ভবতী শুকতারা ভাগ্নিকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।

শারমিন ইসলামপুর উপজেলার হাড়িয়াবাড়ী গ্রামের আব্দুস সালামের কন্যা। সে টংগের আলগা গ্রামে নানা আব্দুল লতিফের বাড়িতে থেকে লেখাপড়া করত।

নিহত শুকতারা টংগের আলগা গ্রামের আব্দুল লতিফের কন্যা। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।