নিজস্ব প্রতিবেদকঃ এসএসসি পরীক্ষায় এবারও জিপিএ-৫ এ শীর্ষ অবস্থানে আছে ঢাকা বোর্ড। এ বছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৪৭ জন শিক্ষার্থী৷ আর পাসের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৭৮ শিক্ষার্থী।
রোববার (৩১ মে) বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করেন।
এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী। গতবার মোট এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে হিসেবে গতবারের চেয়ে এবার ৩০ হাজার ২৮৪ জন বেশি পরীক্ষার্থী সর্বোচ্চ এ সূচক অর্জন করেছে। এরমধ্যে এ বছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৪৭ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে ২৯ হাজার ৬৮৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হারও বেড়েছে। এবার পাসের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ৬২ শতাংশ।
অন্য বোর্ডগুলোর মধ্যে বরিশাল বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন। যশোর বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ, জিপিএ-৫ ১৩ হাজার ৭৬৪ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ, জিপিএ-৫ ২৬ হাজার ১৬৭ জন। সিলেট বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে চার হাজার ২৬২ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ, জিপিএ-৫ ১০ হাজার ২৫৪ জন ও চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে নয় হাজার আটজন। সাধারণ নয় বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ ও এক লাখ ২৩ হাজার ৪৯৭ জন জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮৮৫ জন।
এ বছর সব শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা, কারিগরি ও এসএসসি (ভোকেশনাল) সহ দেশের ১১টি শিক্ষাবোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় তিন হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
এরমধ্যে ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল। পাস করেছে আট লাখ ৩৩ হাজার ৮৯২ জন। ফেল করেছে এক লাখ ৮৭ হাজার ৫৯৮ জন। সে হিসেবে পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ।
অপরদিকে ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে আট লাখ ৫৬ হাজার ৬৩১ জন। আর ফেল করেছে এক লাখ ৬১ হাজার ৯০৭ জন। সে হিসেবে মোট পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ।