
অপূর্ব দেব :- এসএসসি পরীক্ষা ২০২৫-এ অংশ নিয়ে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে শিক্ষক দম্পত্তির জ্যেষ্ঠ পুত্র রিকব মাহমুদ চৌধুরী। তার বাড়ি বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেপুর গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান চৌধুরী নাতি এবং শিক্ষক দম্পত্তির মোহাম্মদ রুবেল চৌধুরী ও জমিলা মরিয়মের বড় ছেলে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় রিকব মাহমুদ চৌধুরী। এর আগে ২০১৯ সালে বিজয়নগর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। তার স্বপ্ন বুয়েট ইঞ্জিনিয়ার হওয়ার।
কাঙ্ক্ষিত ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তার বাবা ও মা। সেই সাথে বিদ্যালয়ের শ্রেণি শিক্ষকসহ সকল শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে রিকব মাহমুদ চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চাই। সে সকলের কাছে দোয়া চেয়েছেন।