এসএসসির ফল নিয়ে অসন্তুষ্টি থাকলে যেভাবে করবেন খাতা পুনঃনিরীক্ষা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার দুপুর ২টায়। এবার গড় পাশের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২জন।

পাশের ও জিপিএ-৫ এর হার তুলনামূলকভাবে গত বছরের চেয়ে কম হওয়ায় এবার অনেক শিক্ষার্থীরই ফল নিয়ে অসন্তুষ্টি থাকতে পারে। এমন পরিস্থিতি হলে যে কোনো শিক্ষার্থী তার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এই প্রক্রিয়াটি সাধারণত একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হয় এবং শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে আবেদন করা যায়।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী জানিয়েছেন, ফলাফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী তার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে চায়, তবে সেটি করা যাবে টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে।

এজন্য মোবাইলে টাইপ করতে হবে-RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন-১০১,১০২। আর পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১১ জুলাই থেকে, চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।