তানভির আহমেদ: ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে তৈরি করা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। সোমবার (২১ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর অ্যাসাইনমেন্ট প্রকাশ করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠায়।
কোভিড-১৯ পরিস্থিতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২২ সালের পাঠ্যসূচি প্রণয়ন করে।
এর আগে গত ১৯ জুন এইচএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাঠানো হয়। সোমবার (২১ জন) থেকে ওই অ্যাসাইনমেন্ট শুরু করা নির্দেশনা দেওয়া হয়।
পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের জন্য অ্যাসাইনমেন্ট (দ্বিতীয় সপ্তাহের) পাঠানো হয়। বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টের মূল্যায়ন নির্দেশক অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করার কথা বলা হয় এতে।
ধারাবাহিক মূল্যায়নে জন্য দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে মূল্যায়ন নির্দেশনা দেওয়া রয়েছে। সোমবার (২১ জুন) প্রকাশিত এসএসসির দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞানের বিষয়ভিত্তিক পাঠ ও মূল্যায়ন নির্দেশনা রয়েছে।