অনুসন্ধানী টিম, ক্রাইম পেট্রোল বিডি: রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর ফায়দাবাদ প্রাইমারি স্কুল রোডে নির্মাণাধীন এসসিএল-এর ১০ তলা ভবন ‘সূর্যমুখী টাওয়ার’ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা ও বিতর্ক। জমির প্রকৃত মালিকানা এবং এসসিএল কোম্পানির নেপথ্যের ব্যক্তিরা কারা, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সূর্যমুখী টাওয়ারের জমিটির মালিকানা নিয়ে একাধিক তথ্য পাওয়া গেছে:
প্রথম মত: কেউ কেউ বলছেন, জমিটি পলাশ হাউজিং সোসাইটির মালিক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার মতিউর রহমানের।
দ্বিতীয় মত: আবার কেউ কেউ দাবি করেছেন, জমির মালিক ছিলেন একজন সচিব, যিনি প্রয়াত হয়েছেন। তার এক প্রতিবন্ধী ছেলে ও দুই মেয়ে ছিল, যারা ঢাকা ফার্মগেটের তেজকুনি পাড়ায় থাকতেন। কয়েক বছর ধরে এই জমির মালিকদের কোনো খোঁজখবর ছিল না।
অনুসন্ধানে জানা গেছে, গত আওয়ামী সরকারের আমলে এসসিএল কোম্পানি এলাকার কাউন্সিলর মোতালেবের সাথে যোগাযোগ করে পাঁচ কোটি টাকা দিয়ে জমিটি ক্রয় করে এবং শেয়ারিং কনসেপ্টের মাধ্যমে ফ্ল্যাট বিক্রি শুরু করে।
এসসিএল-এর পরিচালক রিয়াজ মোল্লা ‘ক্রাইম পেট্রোল বিডি’-কে জানান, তারা এলাকার কাউন্সিলর মোতালেব মিয়া, যুবলীগ নেতা আবেদ, হাসান মাদবর, আমজাদ সিএনডেব ব্যবসায়ী, মিলন মাতবর এবং ডিস বাদলের ওপর ‘বিশ্বাস করে’ জমিটি ক্রয় করেন।
রিয়াজ মোল্লা আরও জানান, জমির মূল মালিক হাসিনা বিদেশে থাকায় তিনি তার চাচাতো ভাই বাবু চেয়ারম্যানকে জমির পাওয়ার অব অ্যাটর্নি (Power of Attorney) প্রদান করেন। বাবু চেয়ারম্যান সেই পাওয়ারের অনুকূলে এসসিএল-কে জমিটি রেজিস্ট্রি করে দেন এবং তারা বিল্ডিংয়ের নির্মাণ কাজ শুরু করেন।
নির্মাণ কাজ শুরুর কিছুদিন পর শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি এসসিএল-এর বিরুদ্ধে মামলা করেন। শাহাবুদ্দিন দাবি করেন যে তিনি রেহেনা নামে এক ভদ্রমহিলা, যিনি বনানীতে থাকতেন, তার থেকে জমির পাওয়ার পেয়েছেন। তবে বর্তমানে শাহাবুদ্দিন সমঝোতার মাধ্যমে এসসিএল-এর কাছে টাকা চেয়েছেন বলে পরিচালক রিয়াজ মোল্লা জানিয়েছেন।
আরও অনুসন্ধানে জানা যায়, এসসিএল-এর চেয়ারম্যান হলেন আতিক এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হলেন অমর খসরু। এসসিএল ছাড়াও তাদের আল-ইনসাফ রিয়েল এস্টেট সহ এই ধরনের একাধিক প্রতিষ্ঠান রয়েছে।
অনুসন্ধানকারী দলের উদ্বেগ, এই ধরনের একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো একটি সূত্র ধরে প্রকৃত মালিক বা ভুক্তভোগীদের অজান্তে তাদের জমির ওপর বিল্ডিং নির্মাণ করে ফ্ল্যাট বিক্রি করে কোম্পানি চলে গেলে, ভুক্তভোগী ফ্ল্যাট মালিকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন।
দীর্ঘ আওয়ামী সরকারের আমলে জোর-জবরদখল করে বহু পরিবারকে নিঃস্ব করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠেছে, এই ভুক্তভোগী পরিবারগুলো কি ভবিষ্যতে ন্যায় বিচার পাবে?
অনুসন্ধান চলমান……………………


