এসিডি তৃতীয় মিনিস্ট্রিয়াল মিটিং বাংলাদেশে

ঢাকা(৩১ আগস্ট): এশিয় কো-অপারেশন ডায়ালগ (এসিডি) এর তৃতীয় পর্যটন বিষয়ক মিনিস্ট্রিয়াল মিটিং  ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ২৯-৩০ আগস্ট ইরানের তিবরিজে অনুষ্ঠিত প্রথম এসিডি মিনিস্ট্রিয়াল মিটিং-এ সর্বসম্মিতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে কম্বোডিয়ায়।  

সম্মেলনে তিন সদস্য বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি সম্মেলনে এশিয়ার দেশসমূহের মন্ত্রী, সচিব, উচ্চ পর্যায়ের কর্মকর্তা, স্টেক হোল্ডারবৃন্দ অংশ নিচ্ছেন

তাঁর বক্তৃতায় রাশেদ খান মেনন এমপি বলেন, পর্যটন এখন আর নিছক দেশ দেখা বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, পর্যটনের মাধ্যমে এশিয়ার দেশসমূহ পারষ্পরিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসাণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাতে এবং বিনিয়োগ বানিজ্যের নতুন সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি করতে পারে তাই দেশে দেশে হেলথ ্ট্যুরিজম, এডুকেশন ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, আর্কিওলজিক্যাল ট্যুরিজম, এডভেঞ্চার ট্যুরিজম, স্পোর্টস ট্যুরিজম, রিলিজিয়ন ট্যুরিজমসহ পর্যটন এক ভিন্ন মাত্রা পেয়েছে আমাদেরকে সুযোগ কাজে লাগাতে হবে বাংলাদেশ পর্যটকদের অনুপম আথিতেয়তায় বরণ করতে নিজেকে নুতনভাবে সাজাচ্ছে এবং ঘোষণা করেছে দখরভব ঐধঢ়ঢ়বহপব ঐবৎব’. তিনি বাংলার রূপ দেখতে সবাইকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান

সম্মেলনের পাশাপাশি সাইড লাইনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃবৃন্দ ইরানের ভাইস প্রেসিডেন্ট, আজারবাইজানের গভর্ণর, তিবরিজের মেয়রসহ বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা স্টেকহোল্ডারদের সাথে বৈঠক করেন

এর আগে ২০১৭ সালের ওআইসির পর্যটন বিষয়ক সম্মেলন এবং আগামী বছর জাতিসংঘের পর্যটন বিষয়ক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় আগামীকাল সকালে প্রতিনিধিদল ঢাকায় প্রত্যাবর্তন করবে