নিজস্ব প্রতিবেদক : এসিড নিক্ষেপ করে স্ত্রীকে ঝলসে দেওয়ার দায়ে স্বামী সুরুজ আলম খানসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার ঢাকার এসিড অপরাধ ট্রাইব্যুনালের বিচারক (ঢাকার জেলা ও দায়রা জজ) এস এম কুদ্দুস জামানের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন- সুরুজ আলমের বন্ধু শফিউল ইসলাম লিটন এবং হালিম হাওলাদার ওরফে সেলিম হাওলাদার।
সুরুজ আলমকে ৫০ লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন ট্রাইব্যুনাল। যা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার আগে ট্রাইব্যুনাল মামলার ১৯ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
২০১৬ সালের ২২ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মাত্র ৫ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ করার পর এ রায় ঘোষণা করলেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, দুই স্ত্রী থাকা অবস্থায় মাহফুজা আক্তার সুবর্ণাকে (২৮) বিয়ে করেন সুরুজ আলম। তাদের একটি কন্যা সন্তান হয়। তার বয়স ৯ বছর। মাহফুজা আক্তার সুবর্ণা পোশাক কারখানায় চাকরি করতেন। স্বামী সুরুজ আলম তা পছন্দ করতেন না। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। ২০১৬ সালের ৭ এপ্রিল সকাল ৬টার দিকে রাজধানীর রূপনগরে নিজ বাসার শোবার ঘরে সুরুজ আলমের ভাড়া করা ব্যক্তিরা মাহফুজা আক্তারের শরীরে এসিড ছুঁড়ে মারেন। এতে মাহফুজা আক্তারের মুখ ও বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পাশাপাশি পাশে শুয়ে থাকা মেয়ে রিমাও আহত হয়। ঘটনার দিনই ভিকটিম রুপনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর সুরুজ আলম আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। সেখানে তিনি স্ত্রীর পরকিয়ায় অভিযোগ তুলে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেন। মামলায় ২০১৬ সালের ১০ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।