নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারীতে এসি বিস্ফোরণের ঘটনায় নূর হোসেন শিকদারের (১৪) মৃত্যুর ছয় দিন পর দাদি পারুল বেগমও (৬৫) মারা গেলেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগুনে পারুল বেগমের শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। প্রথম দিন থেকেই তার অবস্থা ছিল সঙ্কটাপন্ন।’
শনিবার সকালে সাড়ে ৬টায় ওয়ারীর টিপু সুলতান রোডের ২২ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এসি বিস্ফোরিত হয়। এ সময় পারুল বেগম ও তার নাতি নূর হোসেন শিকদার দগ্ধ হয়। ওই দিনই নুর হোসেন মারা যায়, তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।