এস এম হল বৃত্তি পেলেন ঢাবির ২০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : ‘এস এম হল বৃত্তি’ লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের ২০ জন মেধাবী ছাত্র।

সোমবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হলেন মো: আব্দুল হান্নান (আন্তর্জাতিক সম্পর্ক), মো: রবিউল ইসলাম (ঊর্দু), শরীফুজ্জামান (ইসলামিক স্টাডিজ), মো: আতিকুল ইসলাম (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগ্রার ব্যবস্থাপনা), আমিনুল ইসলাম (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), সুজন আহমেদ (আই ই আর), মো: রিয়াজ উদ্দিন (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), মাহফুজুর রহমান (ঊর্দু), মোস্তাইন বিল্লাহ রুমান (ইসলামিক স্টাডিজ), মো: ইসতিয়াক আহম্মেদ (দর্শন), মো: নাঈমুর রহমান (আই ই আর), মোহাম্মদ আব্দুর রহিম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), মো: আরিফুল ইসলাম (ইন্টারন্যাশনাল বিজনেস), মো: সোহেল রানা (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), মো: আব্দুল্লাহ আল ফয়সাল (ম্যানেজমেন্ট স্টাডিজ), মো: মনিরুজ্জামান (ফারসি ভাষা ও সাহিত্য), মো: হাবিবুর রহমান (ঊর্দু), মো: মোত্তালেব হোসেন (আইন), মো: তৌহিদুর রহমান (মনোবিজ্ঞান) এবং মো: আনোয়ার হোসেন (দর্শন)।

ড. আরেফিন সিদ্দিক শান্তিপূর্ণ দেশ গঠনের লক্ষ্যে নৈতিক মূল্যবোধে জাগ্রত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শুধু ভাল একাডেমিক ফলাফল করলেই চলবেনা, তাদের নৈতিক মূল্যবোধসম্পন্ন উন্নতমানের ¯œাতক হতে হবে।’

সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।