এ অ্যাওয়ার্ডে আমন্ত্রণ জানানো হবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে

বিনোদন ডেস্ক : আগামী জুলাইয়ে নিউ ইয়র্কে বসতে যাচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডের এবারের আসর। শোনা যাচ্ছে, এ অ্যাওয়ার্ডে আমন্ত্রণ জানানো হবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘এবারের আইফা উৎসব (১৪-১৫ জুলাই) বেশ জমকালো হবে। হোয়াইট হাউসে আমন্ত্রণ পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং আশা করছি, অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন। অতিথির তালিকায় কয়েকজন শীর্ষস্থানীয় মার্কিন রাজনীতিবিদও রয়েছেন।’

তবে অনুষ্ঠানের আয়োজক উইজক্র্যাফট ইন্টারন্যাশনালের পরিচালক আন্দ্রে টিমিনস জানিয়েছেন, হলিউড ও বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্প্রতি অনেক ইন্ডিয়ান পশ্চিমা সিনেমায় ও টেলিভিশন সিরিজে অভিনয় করছেন। একই সঙ্গে অনেক হলিউড তারকা ভারতে তাদের সিনেমার শুটিং অথবা প্রচার করতে আসছেন। তাই আমরা চিন্তা করেছি, নিউ ইয়র্ক উভয় ইন্ডাস্ট্রির মানুষকে একত্রিত করার একটি আদর্শ স্থান। এবারের আসরে হলিউড ও বলিউডের মানুষের মিশ্রণ থাকবে এবং খুব শিগগির আমরা অতিথিদের নামের তালিকা প্রকাশ করব।’

তিনি আরো বলেন, “সিনেমার তারকা ও ক্রিকেটাররা ভারতে খুবই জনপ্রিয়। এবার ‘আইফা’ অ্যাওয়ার্ড অনেক ভালো এবং বড় পরিসরে করার চিন্তা রয়েছে। সুতরাং আমরা ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিয়েছি।”