হিন্দি সিনেমা জগতে ধর্মীয় মেরুকরণ এবং নিজের কোণঠাসা হয়ে পড়ার অভিযোগ তুলে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে ছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তার বক্তব্য ঘিরে ভারতের সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে শুরু হয় বিস্তর বিতর্ক। ঠিক সেই সময়েই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্নী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে একটি অভিজাত অনুষ্ঠানে উপস্থিত হলেন এ আর রহমান।
ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয় একটি তারকাখচিত প্রিমিয়ার। উপলক্ষ ছিল মেলানিয়া ট্রাম্পের জীবনভিত্তিক তথ্যচিত্র মেলানিয়া।
শুক্রবার বিশ্বব্যাপী মুক্তির আগে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই প্রিমিয়ারে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান।
বিগত কয়েক সপ্তাহ ধরে এ আর রহমানের মন্তব্য ঘিরে ভারতীয় সংবাদমাধ্যমে তুমুল আলোচনা চলছে। তিনি দাবি করেছিলেন, বলিউডে এক ধরনের ধর্মীয় বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে এবং তার প্রভাব শিল্পীদের কাজের সুযোগের ওপর পড়ছে।
যদিও এ অভিযোগ নিয়ে তারকামহলের একাংশ দ্বিমত পোষণ করেছে। তবুও রহমানের বক্তব্য ছড়িয়ে পড়ে দাবানলের মতো। ঠিক এমন এক উত্তপ্ত আবহেই মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণ নতুন মাত্রা যোগ করেছে সেই আলোচনায়।
মেলানিয়া শীর্ষক এই তথ্যচিত্রে ফার্স্ট লেডির ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক ভূমিকাকে তুলে ধরা হয়েছে। ছবিটিতে মেলানিয়াকে শুধু ফ্যাশন আইকন হিসেবে নয় বরং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও দেখানো হয়েছে। হোয়াইট হাউসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নেপথ্যে তার সক্রিয় ভূমিকার দিকটি এ তথ্যচিত্রে বিশেষভাবে স্থান পেয়েছে বলে জানা গেছে।
এই তথ্যচিত্র নির্মাণের জন্য আমাজনের এমজিএম স্টুডিওর সঙ্গে ৪০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। নির্মাতাদের দাবি, এটি মেলানিয়ার ভাবমূর্তিকে নতুন করে বিশ্বের সামনে তুলে ধরবে। ছবির একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণের অনুষ্ঠানে বিশেষ পোশাক পরিহিত মেলানিয়া নিরাপত্তারক্ষীদের সঙ্গে আলোচনা করছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন।
২৪ জানুয়ারি হোয়াইট হাউসে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে দেড় হাজারের বেশি হলে তথ্যচিত্রটি মুক্তি পাচ্ছে। তবে মুক্তির আগেই ছবিটি নিয়ে এক ধরনের বিতর্কও তৈরি হয়েছে।
জানা গেছে, প্রিমিয়ারের আগের দিন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হয়েছে মাত্র তিনটি। এ তথ্য প্রকাশ্যে আসতেই মার্কিন বিনোদন মহলে আলোচনার ঝড় ওঠে। এমন পরিস্থিতিতেই প্রিমিয়ারে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এ আর রহমানকে। অনুষ্ঠানে তার উপস্থিতিতে অতিথিদের পাশাপাশি নজর কাড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও। অনেকের মতে, ধর্মীয় বিতর্কে জড়ানো এক ভারতীয় শিল্পীকে এ সময়ে এমন একটি আন্তর্জাতিক মঞ্চে দেখা যাওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, র্যাপার ওয়াকা ফ্লকা ফ্লেম এবং জর্ডান বেলফোর্ট —যার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট।
এছাড়াও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির প্রাক্তন মেয়র এরিক অ্যাডামস, যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স, স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং রাজস্বসচিব স্কট বেসেন্টের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা।
এ তারকাখচিত প্রিমিয়ারে এ আর রহমানের উপস্থিতি বিশেষ গুরুত্ব পায়। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সাংস্কৃতিক প্রতিনিধিত্ব হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে। একই সঙ্গে এটি এমন এক সময়ে ঘটল যখন ভারতের ভেতরে রহমান নিজের অবস্থান নিয়ে নানা প্রশ্নের মুখে। কারণ উপমহাদেশের একজন শিল্পী হিসেবে রহমান দীর্ঘদিন ধরেই দুই বাংলায় সমান জনপ্রিয়। তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আবারও স্পষ্ট হলো এ আমন্ত্রণের মাধ্যমে। ধর্মীয় বিভাজন বিতর্কের মধ্যেও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে একটি অভিজাত অনুষ্ঠানে এ আর রহমানের উপস্থিতি প্রমাণ করে শিল্পীর আন্তর্জাতিক অবস্থান কতটা দৃঢ়। বলিউডে বিতর্ক থাকলেও বৈশ্বিক মঞ্চে রহমানের গ্রহণযোগ্যতা যে প্রশ্নাতীত তা এই ঘটনাতেই পরিষ্কার।


