এ কোন বিদ্যা দাড়ি গোঁফ নিয়ে

বিনোদন ডেস্ক : সিনেমার চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই করতে হয় অভিনয়শিল্পীদের। কখনো পুরুষ অভিনেতা শাড়ি অথবা সালোয়ার-কামিজ পরে নারী চরিত্রে পর্দায় হাজির হন, আবার কখনো নারী অভিনয়শিল্পীরা দাড়ি-গোঁফ লাগিয়ে পুরুষ সাজেন।

অভিনয় ক্যারিয়ারে নানা চরিত্রে পর্দায় হাজির হয়েছেন অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী। লম্বা চুল, দাড়ি ও গোঁফওয়ালা ছবিটি নিজের বলে জানান বিদ্যা। ছবির ক্যাপশনে দাড়ি-গোঁফের রহস্যও জানান তিনি। এ অভিনেত্রী জানান, প্রথম মঞ্চে অভিনয়ে তার চরিত্রের প্রয়োজনে এ বেশ ধারণ করতে হয়েছিল তাকে।

শুরুটা গ্ল্যামারাস না হলেও পরবর্তীতে ‘হাম পাঁচ’ টিভি শোয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান বিদ্যা। এরপর ২০০৫ সালে পরিণীতা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। দ্য ডার্টি পিকচার এবং কাহানি সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বিদ্যা বালান।

বর্তমানে তুমহারি সুলু সিনেমার শুটিং করছেন বিদ্যা। এতে সুলোচনা নামে একজন রেডিও জকির ভূমিকায় দেখা যাবে তাকে। সুরেশ ত্রিবেনী পরিচালিত সিনেমাতে আরো অভিনয় করছেন-নেহা ধুপিয়া, মানব কাউল প্রমুখ। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।