নিজস্ব প্রতিবেদক : মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘এ দেশে জঙ্গি তৎপরতায় বিদেশিদের হাত থাকতে পারে। তবে ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক, জঙ্গিদের কখনোই সফল হতে দেওয়া যাবে না।’
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে এ দেশেরই যুবকরা। এদের সঙ্গে আবার একটি গোষ্ঠী রয়েছে। তারা এসব যুবকের মগজধোলাই করে জঙ্গিবাদে উৎসাদ দিচ্ছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অর্থও ব্যয় করা হচ্ছে। ধর্মীয় ভ্রান্ত ধারণা দিয়ে তাদের দিয়ে মানুষ হত্যা করানো হচ্ছে, যা কখনোই ইসলাম সমর্থন করে না। আর এসব করা হচ্ছে গভীর ষড়যন্ত্র থেকে। এ ষড়যন্ত্রে বিদেশিদের হাত থাকতে পারে। তবে তাদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।’
জঙ্গিবাদ কখেনোই স্থায়ী হবে না, উল্লেখ করে কমিশনার আরো বলেন, ‘একসময় বাংলা ভাই, শায়খ আব্দুর রহমানরা জেএমবি পরিচালনা করে। তাদের ফাঁসির মধ্যে দিয়ে ওই অধ্যায় শেষ হয়ে যায়। এরপরই জেএমবিকে নতুন করে সংগঠিত করার চেষ্টা করছিল তামিম চৌধুরী। নারায়ণগঞ্জের অভিযানের মধ্যে দিয়ে তারও অধ্যায় শেষ হয়ে গেছে। বাকি যারা আত্মগোপনে আছে তাদেরও আইনের আওতায় আনা হবে।’
অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক মাহাবুবু আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।