নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এ পর্যন্ত যত রোডমার্চ হয়েছে তার কোনোটিতেই সংঘাতের ঘটনা ঘটেনি। আশা করছি মঙ্গলবার আমাদের রোডমার্চ সফলভাবে শেষ করতে পারব।
তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় থেকে আমাদের রোডমার্চ শুরু হবে। এরপর ফরিদপুরের রাজবাড়ি রাস্তার মোড়-তালমা হয়ে শরীয়তপুর স্টেডিয়ামে গিয়ে রোডমার্চ শেষ হবে। এ সময় মোট সাতটি পথসভা হবে। রোড মার্চ সফল করতে প্রশাসনসহ দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, রোডমার্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
সোমবার বিকালে ফরিদপুর প্রেস ক্লাবে ফরিদপুর বিভাগীয় বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলনে সমাপনী সভার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের অবহিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক চিফ হুইফ জয়নুল আবেদীন ফারুক, জহিরুল হক শাহজাদা মিয়া।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া পিংকু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন প্রমুখ।