মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা নতুন বছরের প্রথম সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য প্রকাশ করেছে।
কানাডার একেবারে উপকূলবর্তী এলাকার দুই প্রদেশ নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরকে এই ছবিতে দেখা গেছে। অবশ্য পূর্ব কানাডার কিউবেক প্রদেশেরও দেখা মিলেছে।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের এক মহাকাশচারী ছবিটি তুলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে এই পুরো এলাকা মেঘের চাদরে ঢাকা থাকে। তবে তার মাঝেই এই বিরল দৃশ্য ধরা পড়েছে।