জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘এ’, ‘বি’, ও ‘ই’ ইউনিটে ভর্তির ৩য় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীদের ১১ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে তার আসনটি শূন্য বলে বিবেচিত হবে। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে। এদিকে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ২য় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। মাইগ্রেশনে তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত নতুন বিভাগে যোগাযোগ করতে হবে। মাইগ্রেশনে নতুন বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীদের পূর্ববর্তী বিভাগের সঙ্গে আর কোনো সংশ্লিষ্টতা থাকবে না।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।