অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গেলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্র সফরকালে মের্কেলের ওপর এ হামলা চালানোর চেষ্টা করা হয়। হামলা চেষ্টাকারীকে আটক করেছে পুলিশ।
চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বহুস্লাভ সোবোক্তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে বৃহস্পিতবার প্রাগে পৌঁছান অ্যাঙ্গেলা মের্কেল। তার গাড়ি বহর যখন প্রাগ বিমানবন্দর থেকে মূল শহরের দিকে যখন যাচ্ছিল, তখন একটি কালো মার্সিডিজ গাড়ি সেই বহরে প্রবেশের চেষ্টা করে। বহরে থাকা পুলিশের গাড়ি থেকে ওই মার্সিডিজের চালককে সতর্ক করে দেওয়া হয়। তাকে বহরে প্রবেশে বারণ করা হয়। কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করলে পুলিশের একটি গাড়ি ওই মার্সিডিজটির পথ আটকানোর চেষ্টা করে। তবে এসময় মার্সিডিজটি পাশ কাটিয়ে মের্কেলের গাড়ির আরও কাছাকাছি চলে যায়। বেগতিক বুঝে পুলিশ চলন্ত অবস্থাতেই ঘিরে ফেলে মার্সিডিজটিকে। না থামলে গুলি চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়। এরপর ওই সন্দেহভাজন ব্যক্তি গাড়ি থামায়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রাগ পুলিশের মুখপাত্র জোসেফ বোক্যান বলেন, ‘ হামলা চেষ্টাকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধ চেষ্টার, বিশেষ করে এক কর্মকর্তার বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি প্রাগের গোয়েন্দা কর্মকর্তারা তদন্ত করে দেখছেন।’