ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির বৈঠক চলছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

সকাল ১০টার দিকে এলডি হলে প্রবেশ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও অন্য সদস্যরা। সদস্যরা হলেন- বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান।

সকাল ১০টা ৫ মিনিটের দিকে এলডি হলে প্রবেশ করেন সিপিবির নেতারা। দলটির ১১ সদস্যের প্রতিনিধিদলে আছেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক এ এন রাশেদা, কাজী সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক কাজী রুহুল আমিন, রাগিব আহসান মুন্না, সাজেদুল হক রুবেল, আবিদ হোসেন ও অধ্যাপক ডা. ফজলুর রহমান।

সকাল ১০টা ৩০ মিনিটের দিকে বৈঠক শুরু হয়। সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কী রকম হবে, তার একটি ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি।