বিশেষ প্রতিবেদকঃ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক ডাকা হয়েছে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)। এদিন বেলা সাড়ে ১১টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন। বৈঠকে স্টিয়ারিং কমিটির সদস্য আ স ম আব্দুর রব, ড. আব্দুল মঈন খান, মাহমুদুর রহমান মান্না, রেজা কিবরিয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ নেতারা উপস্থিত থাকবেন।
ঢাকার দুই সিটির নির্বাচনে বিএনপির পরাজিত দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। পরে নির্বাচন বর্জন করে বিএনপি যে হরতাল ডাকে তাতেও সমর্থন জানায় ঐক্যফ্রন্ট। নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়েই মূলত এ বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।


