ঐশ্বরিয়াকে নিয়ে জয়া বচ্চনের পুরনো ভিডিও ভাইরাল

করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ গিয়েছিলেন জয়া বচ্চন। ২০১৭ সালের ওই শোর ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ওই অনুষ্ঠানে পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের প্রশংসা করেছিলেন জয়া।

কি হয়েছিল শোতে?

কফি উইথ করণ শোতে আলোচনার একপর্যায়ে উপস্থাপক করণ জোহর জয়া বচ্চনকে ঐশ্বরিয়ার ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে জয়া বলেন, ‘সে খুবই সুন্দর। আমি তাকে ভালোবাসি এবং কি কারণে আমি তাকে ভালোবাসি তা তুমি জানো।’

ঐশ্বরিয়া বচ্চন পরিবারের জন্য সবচেয়ে উপযুক্ত কি না এমন প্রশ্নের জবাবে অমিতাভ বচ্চনের স্ত্রী বলেন, ‘আমার তাই মনে হয়। কারণ ও নিজেও একজন তারকা। কিন্তু যখন আমরা একসঙ্গে থাকি তখন ওকে কখনো নিজেকে প্রাধান্য দিতে দেখি না। আমি ওর এই গুণটা খুব পছন্দ করি।’

তিনি আরও বলেন, ‘সে নিঃশব্দে পেছনে দাঁড়িয়ে থাকে এবং সব কিছু স্বাচ্ছন্দে গ্রহণ করে। আরও একটি দারুণ বিষয় হলো, ও পরিবারে সুন্দরভাবে মিশে গেছে এবং জানে কারা ঘনিষ্ঠ বন্ধু, আর কীভাবে আচরণ করতে হয়।’

জয়ার কথার জবাবে করণ জিজ্ঞেস করেন, ঐশ্বরিয়া কি আদর্শ মিসেস অভিষেক বচ্চন? জয়া বলেন, ‘হ্যাঁ, আমার তাই মনে হয়।’

স্ত্রী ঐশ্বরিয়া ও মা জয়ার বন্ধনের কথা নিয়ে কথা বলেছিলেন অভিষেকও। ২০১৫ সালে এক সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ‘মা আর অ্যাশ একসঙ্গে মিলে আমার বিরুদ্ধে জোট বাঁধে, তখন ওরা একসঙ্গে বাংলায় কথা বলতে শুরু করে। মা তো বাঙালি, তাই ভাষাটা জানে। আর অ্যাশ ‘চোখের বালি’-তে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার সময় বাংলা শিখেছেন। তাই যখনই ওরা আমাকে টার্গেট করে, বাংলায় কথা বলা শুরু করে দেয়।’

এর আগে ২০০৭ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে জয়া বচ্চনের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তিনি ঐশ্বরিয়াকে নিয়ে কথা বলেন। ওই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয়নি।

এ দম্পতির বিয়ের মাস খানেক আগে হওয়া অনুষ্ঠানে জয়া হবু পুত্রবধূকে উদ্দেশে বলেন, ‘আমি একজন শাশুড়ি হতে চলেছি। যার শাশুড়ি হতে যাচ্ছি সে খুবই চমৎকার মানুষ। তার মূল্যবোধ, অসাধারণ ব্যক্তিত্ব ও দারুণ হাসি রয়েছে। আমি তাকে আমাদের পরিবারে স্বাগত জানাই। ’

তিনি আরও বলেন, ‘পুরস্কার গ্রহণের জন্য এখনই উপযুক্ত সময়। আমি ঈশ্বরকে বলতে চাই, তিনি যেন আমাদের মনোবল ও সত্যের পথে চলার শক্তি দেয়। ’

ওই অনুষ্ঠানে থাকা ঐশ্বরিয়া হবু শাশুড়ির কথা শুনে সেদিন চোখের পানি ধরে রাখতে পারেননি।

পরে ২০০৭ সালের এপ্রিলে ঐশ্বরিয়া ও অভিষেকের বিয়ে হয়। ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা শিশু, যার নাম রাখা হয়েছে আরাধ্যা। বহুবার এ দম্পতির ভাঙন হবে বলে গুঞ্জন উঠলেও বারবার তা গুজবে পরিণত করেছেন তারা।