বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীদের একজন হিসেবে মনে করা হয় এ অভিনেত্রীকে। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন করেন তিনি।
তামিল সিনেমা ইরুবার (১৯৯৭) এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন ঐশ্বরিয়া। একই বছর ববি দেওয়লের বিপরীতে অওর পেয়ার হো গ্যায়া সিনেমার মাধ্যসে বলিউডে অভিষেক হয় তার। তবে বাণিজ্যিকভাবে সিনেমায় প্রথম সাফল্য পান তামিল জিন্স সিনেমার মাধ্যমে। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৮ সালে।
প্রায় দুই দশক দীর্ঘ ক্যারিয়ারে কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি পুরস্কার ঝুলিতে ভরেছেন ঐশ্বরিয়া। এছাড়া ২০০৯ সালে ভারতীয় সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করে।
আজ ১ নভেম্বর ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন তিনি। এ
অভিনেত্রীকে নিয়েই আমাদের আজাকের ফটো ফিচার।
Aishwariya
ঐশ্বরিয়াকে প্রথমবার দেখা যায় পেনসিলের বিজ্ঞাপনে। তখন তিনি নবম শ্রেণির ছাত্রী
Aishwariya
প্রথম ভারতীয় হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় টিভি শো অপরাহ উইনফ্রের শোয়ে অতিথি হন ঐশ্বরিয়া
Aishwariya
প্রথম ভারতীয় হিসেবে কান সিনেমা উৎসবে বিচারকের ভূমিকায় দেখা যায় ঐশ্বরিয়াকে
Aishwariya
ঐশ্বরিয়ার নামে প্রায় ১৭ হাজার ওয়েবসাইট রয়েছে
Aishwariya
নেদারল্যান্ডের একটি টিউলিপ বাগান ঐশ্বরিয়ার নামে নামকরণ করা হয়েছে
Aishwariya
মাহিমা চৌধুরীর সঙ্গে পেপসির বিজ্ঞাপন করে ঐশ্বরিয়া সকলের নজরে পড়েছিলেন
Aishwariya
আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত মডেলিং এবং অভিনয়ের ক্যারিয়ার বেছে নেন ঐশ্বরিয়া
Aishwariya
সকল সহ-অভিনয় শিল্পীদের মধ্যে ঐশ্বরিয়ার পছন্দ রজনীকান্ত