বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ইমরান হাশমির। কিছুদিন আগে মিলন লুথারিয়া পরিচালিত বাদশাহো সিনেমার অফার ফিরিয়ে দিয়ে তা প্রমাণ করেছেন এই অভিনেত্রী।
এবার এই দূরত্ব গোচাতে ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইলেন ইমরান হাশমি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমা চান ইমরান।
এ সময় ইমরান হাশমি বলেন, ‘দুই বছর আগে ঐশ্বরিয়ার সঙ্গে এক ঝামেলায় জড়িয়েছিলাম। আমি একজন অভিনেতা হিসেবে তাকে সম্মান করি। এবং ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করি।’
বছর দুই আগে করণ জোহরের ‘কফি উইথ করণ’ টক শোতে ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন হাশমি। ব্যস, তার পর থেকেই ইমরানের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এই অভিনেত্রীর।