বিনোদন ডেস্ক : প্রকাশিত হলো করণ জোহর পরিচালিত রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার টিজার।
একে তো রণবীর, ঐশ্বরিয়া ও আনুশকার মতো তারকা রয়েছেন সিনেমাটিতে। পাশাপাশি প্রায় চার বছর পর আবারও পরিচালক হিসেবে কাজ করলেন করণ জোহর। তাই সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহটা একটু বেশিই। সেই আগ্রহের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে প্রকাশিত এই টিজার।
টিজারে সিনেমার গল্প সম্পর্কে বিশেষ একটা ধারণা দেননি নির্মাতা। বরং এর গল্পটা কী তা নিয়ে দর্শকের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছেন। এতে ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করতে দেখা গেছে রণবীরকে। এ ছাড়া দেখা গেছে রণবীর-আনুশকার রসায়ন। শোনা যাচ্ছে, সিনেমায় রণবীরের চরিত্রের নাম আয়ান। তিনি একজন কণ্ঠশিল্পীর চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে আনুশকার চরিত্রের নাম আলিজাহ।
টিজার দেখে অনেকেই ধারণা করছেন কাভি আলবিদা না কেহনা সিনেমার সিক্যুয়েল হতে পারে এটি। এ ছাড়া গুঞ্জন উঠেছে, বলিউডের দুসরা আদমি সিনেমার রিমেক এটি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে করণ জোহর জানিয়েছেন, নিরেট প্রেমের গল্প নিয়ে তৈরি অ্যায় দিল হ্যায় মুশকিল।
টিজারের পাশাপাশি সিনেমার তিনটি পোস্টারও প্রকাশিত হয়েছে। এ ছাড়া খুব শিগগির প্রকাশ করা হবে সিনেমাটির একটি গান।
অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটিতে আরো অভিনয় করছেন ফাওয়াদ খান ও ইমরান আব্বাস নাকভি। এ ছাড়া একটি ক্যামিও দৃশ্যে দেখা গেছে লিসা হেইডনকে। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে মুক্তি পাবে অজয় অভিনীত শিবে সিনেমাটি।
দেখুন : প্রকাশিত টিজার