ওই দেশে গিয়ে হাদি হত্যার বদলা নেওয়া হবে: ইশরাক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বদলা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শনিবার বেলা সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ জানাজায় শরিক হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে তিন দিন চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এদিকে হাদি হত্যাকাণ্ডে জড়িত দুজন শুটার ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহিদ রোববার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কীভাবে, কোন রুট দিয়ে এবং কার সহায়তায় তারা দেশত্যাগ করেছে—এসব তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রয়েছে।

এই প্রেক্ষাপটে ইশরাক হোসেন তার ফেসবুক পোস্টে বলেন, শহীদ হাদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লড়াই করতে করতেই শাহাদাতবরণ করেছেন। তিনি দাবি করেন, হাদির আত্মত্যাগ জাতির ভবিষ্যৎকে অনিশ্চয়তা থেকে মুক্ত করে একটি স্পষ্ট পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত শুটার, সহযোগী ও পলাতক ব্যক্তিরা যেখানেই আত্মগোপন করুক না কেন, তারা আইনের আওতার বাইরে থাকবে না। প্রয়োজনে তাদের অবস্থানরত দেশেই গিয়ে বিচার নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে তিনি ভবিষ্যতে বিদেশি আগ্রাসন রোধে বাংলাদেশ রাষ্ট্র আরও সক্ষম হয়ে উঠবে বলেও মন্তব্য করেন।