ও’কিফে চুরমার ভারত

ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও স্টিভ ও’কিফের ঘূর্ণিতে ভেঙে চুরমার ভারতীয় ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে ১০৫ রানে অলআউট হওয়া ভারতের দ্বিতীয় ইনিংস শেষ ১০৭ রানে! পুনে টেস্টে মাত্র তিন দিনেই ৩৩৩ রানের বিশাল জয়ে চার ম্যাচ সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট। ও’কিফ ম্যাচে ৬৯ রানে নিয়েছেন ১২ উইকেট। দ্বিতীয় ইনিংসের বাকি ৪ উইকেট আরেক স্পিনার নাথান লায়নের।

এশিয়ায় টানা ৯ টেস্ট হারের পর এই প্রথমবার জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া। ২০০৪ সালের পর ভারতের মাটিতে প্রথম জয়। অন্যদিকে ভারতের টানা ১৯ টেস্ট অপরাজিত থাকার রেকর্ডে ছেদ পড়ল।

ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেই। মাত্র ৪.১ ওভারে একটা স্পেলে ৫ রানে ৬ উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং লণ্ডভণ্ড করেন ও’কিফ। তাতে ১১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ভারতের প্রথম ইনিংস শেষ ১০৫ রানে।

প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নেওয়া অস্ট্রেলিয়া আজ তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৮৫। চারবার জীবন পাওয়া স্টিভেন স্মিথ তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ভারতের সামনে দাঁড়ায় ৪৪১ রানের বিশাল লক্ষ্য।

টেস্টের আট সেশন বাকি থাকতে বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় ভারত। আবারও ঘাতক সেই ও’কিফ। পঞ্চম ওভারে ও’কিফের বলে এলবিডব্লিউ মুরালি বিজয়। পরের ওভারে আরেক ওপেনার লোকেশ রাহুলও এলবিডব্লিউ লায়নের বলে।

শুরুর ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি ভারত। একে একে বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিনের উইকেট তুলে নিয়ে ও’কিফ পূর্ণ করেন ম্যাচে ১০ উইকেট। প্রথম ইনিংসে শূন্য, দ্বিতীয় ইনিংসে ১৩- ঘরের মাঠে দুই ইনিংসে ব্যাট করা টেস্টে কোহলির সর্বনিম্ন!

এরপর তিন বলের মধ্যে ঋদ্ধিমান সাহা ও চেতেশ্বর পূজারাকেও ফিরিয়ে দেন বাঁহাতি স্পিনার ও’কিফ। আর লায়ন নিজের পর পর দুই ওভারে ভারতের শেষ ৩ উইকেট তুলে নিয়ে নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার জয়।

৮ রানেই শেষ ৫ উইকেট হারিয়েছে ভারত! প্রথম ইনিংসে ৪০.১, আর দ্বিতীয় ইনিংসে ৩৩.৫- দুই ইনিংস মিলে ভারতীয় ব্যাটসম্যানরা ৮০ ওভারও খেলতে পারেননি। কে বলবে ভারত ঘরের মাঠে খেলছে!

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৯৪.৫ ওভারে ২৬০

ভারত প্রথম ইনিংস : ৪০.১ ওভারে ১০৫

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ৮৭ ওভারে ২৮৫ (স্মিথ ১০৯, রেনশ ৩১, মিচেল মার্শ ৩১, স্টার্ক ৩০; অশ্বিন ৪/১০৯, জাদেজা ৩/৬৫, উমেশ ২/৩৯)

ভারত দ্বিতীয় ইনিংস : (লক্ষ্য ৪৪১) ৩৩.৫ ওভারে ১০৭ (পূজারা ৩১, রাহানে ১৮, কোহলি ১৩; ও’কিফ ৬/৩৫, লায়ন ৪/৫৩)

ফল: অস্ট্রেলিয়া ৩৩৩ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: স্টিভ ও’কিফ।