মোবাইল কোর্টের জরিমানা কি তবে প্রহসন?

ওজনে কম দিয়ে জরিমানার টাকা উশুল করছেন অসাধু ব্যবসায়ীরা

সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সি’র বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআই (BSTI)—এই সংস্থাগুলো প্রতিনিয়ত বাজারে অভিযান চালিয়ে লক্ষ লক্ষ টাকা জরিমানা করছে। কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন: এই জরিমানায় ভোক্তাদের লাভ কী? সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সির মাঠ পর্যায়ের অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর বাস্তবতা। জরিমানার এই প্রক্রিয়াটি অসাধু ব্যবসায়ীদের দমানোর পরিবর্তে উল্টো তাদের অনিয়ম করতে আরও উৎসাহিত করছে।

অনুসন্ধানে দেখা গেছে, কোনো কারখানা বা কোম্পানিকে ১ থেকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হলে মালিকপক্ষ বিচলিত হয় না। অনেক মালিক গল্পের ছলে স্বীকার করেছেন, “জরিমানা করেছে তাতে কী? ওজনে একটু কম দিলেই এই টাকা কয়েক দিনে উশুল হয়ে যাবে।”

  • প্রমাণ: প্যাকেটের গায়ে ‘নেট ওজন ১০০ গ্রাম’ লেখা থাকলেও বাস্তবে ওজন করে দেখা গেছে তাতে ঘাটতি রয়েছে। এভাবে প্রতিটি পণ্য থেকে অল্প অল্প করে চুরি করে তারা জরিমানার টাকা সাধারণ ভোক্তার পকেট থেকেই কেটে নিচ্ছে।

বাজারে বর্তমানে এমন কোনো পণ্য নেই যা শতভাগ নিরাপদ বলা যায়। চাল, ডাল, আটা, ময়দা, চিনি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় তেল, মাছ, মাংস, শাকসবজি এবং ফলমূলে বিষাক্ত ভেজাল মেশানো হচ্ছে।

  • ল্যাব টেস্টের ফলাফল: ল্যাবরেটরিতে পরীক্ষা করলে প্রায় প্রতিটি কোম্পানির পণ্যেই কোনো না কোনো মাত্রায় ভেজাল বা ক্ষতিকর উপাদান ধরা পড়ছে। নিম্নবিত্তের ১ টাকার চকলেট থেকে শুরু করে উচ্চবিত্তের দামী পণ্যের মোড়কেও এখন প্রতারণার ছাপ।

বিশেষজ্ঞ ও বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানের এই ‘সতর্কতামূলক জরিমানা’ কোনো কার্যকর ফল দিচ্ছে না।

  • বিশ্লেষকদের অভিমত: ১ লক্ষ বা ৫ লক্ষ টাকা জরিমানা বড় কোম্পানিগুলোর কাছে অত্যন্ত নগণ্য। তারা এই জরিমানাকে ব্যবসার একটি ‘অতিরিক্ত খরচ’ হিসেবে ধরে নেয় এবং পরে পণ্যের মান কমিয়ে বা ওজনে কম দিয়ে তা পুষিয়ে নেয়।
  • দাবি: শুধুমাত্র জরিমানা না করে ভেজাল উৎপাদনকারী কারখানাগুলো সরাসরি সিলগালা (Sealing) করে দেওয়া উচিত। অপরাধী প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দিলেই কেবল বাজারে ভীতি ও শৃঙ্খলা ফিরবে।

বিশেষজ্ঞরা মনে করেন, ভেজাল রোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তবে শুধু সচেতনতা দিয়ে এই মরণনেশা থামানো সম্ভব নয়। সরকারি সংস্থাগুলোর অভিযানে আরও কঠোরতা এবং স্বচ্ছতা প্রয়োজন। অসৎ উপায়ে অর্থ উপার্জন যখন ‘নিত্যদিনের সঙ্গী’ হয়ে দাঁড়ায়, তখন আইনের কঠোর প্রয়োগই একমাত্র সমাধান।

ভোক্তার স্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট গঠন করা হলেও বাস্তবে তার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না। জরিমানার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ না নিলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে।

অনুসন্ধান চলমান…