
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজারামপুর গ্রামে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর সড়কে সড়কে গ্রামে বসুরহাট টু দাগন ভূঁইয়া সড়কের ওপর এ ঘটনা ঘটে।
তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রীর বাড়ির সামনে সড়কে বসুরহাট টু দাগনভূঞা সড়কে একটি ফটকাবাজি অথবা ককটেল ছোড়া হয়। তবে কারা ওই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।