
২০২৫ সালে অনুষ্ঠিতব্য শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার থেকে এ আলোচনা শুরু হচ্ছে।
এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটন ডিসিতে সরাসরি অংশ নিচ্ছেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকায় থেকে ভার্চুয়ালি যোগ দেবেন।
এদিকে এ আলোচনায় অংশ নিতে বাণিজ্য সচিব ও এক অতিরিক্ত বাণিজ্য সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ইতোমধ্যেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।
এর আগে ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে শুল্ক হারের চিঠি পাঠান। এরপরই এ নিয়ে প্রথম দিকেই আলোচনা শুরু করতে যাওয়া দেশগুলোর একটি বাংলাদেশ।
গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার অগ্রগতির ভিত্তিতে এই চুক্তি দ্রুত চূড়ান্ত করার আশা করছে বাংলাদেশ।