ওরা কখনই সন্ত্রাসের কাছে মাথা নত করার লোক না

ক্রীড়া প্রতিবেদক :

‘সর্বশেষ ইংল্যান্ডের লন্ডনে যেখানে বোমা হামলা হল আমি তখন পাশের হোটেলেই ছিলাম। পরের দিন আমি দেখেছি সবকিছুই স্বাভাবিক; মানুষের মধ্যে ভয়ের কিছু ছিল না। ভারতেও একটা সিরিজ চলা অবস্থায় যখন হামলা হল তখন তারা একেবারেই চলে যায়নি। একটা টিম গেছে পরবর্তীতে আরেকটা টিম খেলে এসেছে। ওরা কখনই সন্ত্রাসের কাছে মাথা নত করার লোক না।’- শুক্রবার বিকেলে ইংল্যান্ড ক্রিকেট দল সম্পর্কে কথা গুলো বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

 

ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে রাজী হওয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন বোর্ড সভাপতি। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে সভাপতি বলেন, ‘আমার মধ্যে সাহস ছিল ইংল্যান্ড আসবে। এজন্য আমি খুশি।  ক্রিকেট এমন একটা খেলা, ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি প্রধানমন্ত্রী নিজে তদারকি করেন। আমার মনে হয় ওরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ওদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।’

 

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশে দল পাঠাতে রাজী হলেও ক্রিকেটারদের নিজস্ব সিদ্ধান্তে গুরুত্ব দিবে। কোনো ক্রিকেটার বাংলাদেশে আসতে রাজী না হলে জোর করবে না ইসিবি। তবে বিসিবির বিশ্বাস বাংলাদেশে সেরা দল নিয়ে আসবে ইসিবি। বোর্ড সভাপতি বলেছেন, ‘ক্রিকেটারদের তাদের পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হয়। ওদেরও ওই অপশন দেওয়া হয়েছে। তবে এটা নিশ্চিত বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তার পরিকল্পনা দেয়া হয়েছে, আমরা তার চেয়েও বেশি নিরাপত্তা দেব। এতে কোন সন্দেহ নেই। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তার থেকেও বেশি নিরাপত্তা থাকবে।  ইংল্যান্ডের শুধু ক্রিকেটারই নয়, ক্রিকেটারদের পরিবার, রিপোর্টার, দর্শক যারা আসবে তাদের প্রত্যেকে নিরাপত্তা দেয়া হবে। মাঠের মধ্যে তাদের জন্য আলাদা নিরাপত্তার ব্যবস্থা করে দেয়া হবে। আমার দৃঢ় বিশ্বাস ইংল্যান্ডের এই সিরিজ নিয়ে কোন সমস্যা হবে না এবং ইংল্যান্ড দল তাদের সেরা দল নিয়ে বাংলাদেশে আসবে। আমাদের পারফরম্যান্স এখন অনেক ভালো। ওরা কোনো ঝুঁকি নিবে না।’