নিজস্ব প্রতিবেদক : ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নবনির্মিত ওষুধ ভবন ও অনলাইন রিপোর্টিং সিস্টেম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহম্মাদ নাসিম। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, ওষুধ প্রশাসনের বর্তমান প্রধান কার্যালয়টি পূর্বে মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত ছিল। কর্মকর্তা ও কর্মচারীর তুলনায় পরিসর ছিল অপর্যাপ্ত। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির আওতায় এসডিএএম অপারেশন প্লানের আরপিএ খাতের অর্থায়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এই ভবন নির্মাণ করা হয়। তারা জানান, দিন দিন ওষুধ প্রশাসনের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশা করছি এই সুন্দর ও মনোরন ভবনে ওষুধ প্রশাসনের সার্বিক কার্যক্রম আরো গতিশীল হবে এবং সুষ্ঠুভাবে সকল কাজ সম্পন্ন করা সম্ভবপর হবে। ওষুধ প্রশাসনের মাঠ পর্যায়ের সকল কর্মকাণ্ড অনলাইনভিত্তিক রিপোর্টিং সিস্টেমের আওতাভুক্ত করা হয়েছে যা মনিটরিংয়ের জন্য প্রধান কার্যালয়ে ড্যাশবোর্ড স্থাপন করা হয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকাণ্ডে অনলাইনে প্রাপ্ত প্রতিবেদন উক্ত ড্যাশবোর্ডে প্রদর্শিত হচ্ছে এবং ওষুধ প্রশাসনে ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব মনজুরুল ইসলাম প্রমুখ।