ওসমান হাদির মৃত্যুতে টঙ্গীতে বিক্ষোভ-অগ্নিসংযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি, যুবশক্তি ও সাধারণ ছাত্রজনতা।

বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় টঙ্গী কলেজগেট এলাকা থেকে বিক্ষুব্দ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিলটি বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সফিউদ্দিন রোড, হোসেন মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

একপর্যায়ে বিক্ষুব্ধরা মহাসড়কে আগুন জ্বালিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর মহানগর জাতীয় যুবশক্তির সদস্য সচিব মো. ওমর ফারুক, গাজীপুর মহানগর এনসিপির সংগঠক নাবিল ইউসুফ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মোহসিন, সোহানুর রহমান শুভসহ এনসিপি, যুবশক্তি ও সাধারণ ছাত্রজনতা।

এ সময় নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।