ওসমান হাদির মৃত্যুতে যা বললেন তিশা

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। তার আকস্মিক প্রয়াণে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারাও। বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদ আর ন্যায়বিচারের দাবি।

ওসমান হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা ও প্রতিবাদী পোস্টে মুখর হয়ে ওঠেন জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা হাদির একটি ছবি পোস্ট করে লেখেন, “শহিদ ওসমান বিন হাদি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।” অনেক শিল্পীই এই হত্যাকাণ্ডকে নির্মম ও ন্যক্কারজনক বলে উল্লেখ করেন।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন এই তরুণ নেতা।

এদিকে শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ। সকাল থেকেই একের পর এক মিছিল নিয়ে জানাজার স্থলে প্রবেশ করেন ছাত্র-জনতা। বেলা সাড়ে ১১টার দিকে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।