ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
তার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছে। পোস্টে তারা লিখেছে, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’
পোস্টে আরও বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা জনাব শরিফ ওসমান হাদী আজ ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর প্রতি রহম করুন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আমিন।
গুলিবিদ্ধ অবস্থায় গত ১২ ডিসেম্বর থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন মহান এই যোদ্ধা।


