
ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ গতকাল রাতে মাঠে নামার আগে লা লিগার শীর্ষস্থানটি দখলে নিয়েছিল বার্সেলোনার। তবে ওসাসুনার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে আবার শীর্ষস্থানটি ফিরে পেল জিনেদিন জিদানের রিয়াল।
দেপোর্তিভো আলাভেসকে ৬-০ গোলে বিধ্বস্ত করে সাময়িকভাবে শীর্ষে উঠেছিল বার্সা। কিন্তু ওসাসুনার বিপক্ষে জয়ে হারানো অবস্থানটি ফিরে পায় লস ব্লাঙ্কোসরা। চলতি ধারাবাহিকতা ধরে রাখলে শীর্ষে থাকার সুযোগ রিয়ালেরই বেশি। তা ছাড়া লা লিগায় বার্সেলোনার চেয়ে এখনো দুটি ম্যাচ কম খেলেছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।
ওসাসুনার মাঠ এস্তাদিও এল সাদারে গতকাল রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। করিম বেনজেমার পাসে ২৪ মিনিটে রিয়ালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে ঘরের মাঠে ৯ মিনিট পরই স্বাগতিকদের সমতায় ফেরান ফরোয়ার্ড সার্জিও লিওন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানেই বিশ্রামে যায় দুদল।
বিশ্রাম শেষে ম্যাচের ৬২ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার ইস্কো। করিম বেনজেমার কাছ থেকে পাওয়া বল নিয়ে ওসাসুনার জাল কাঁপান তিনি। আর ইনজুরি সময়ে ওসাসুনার জালে শেষ গোলটি করেন লুকাস ভাজকুয়েজ। শেষ পর্যন্ত এ ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
ওসাসুনার বিপক্ষে এ জয়ে ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে বার্সা। দুই ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। অন্যদিকে ২২ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ওসাসুনা।