ওয়াচ টাওয়ারের সুফল বইছে আব্দুল্লাহপুর মহাসড়কে

মো: সিরাজুল ইসলাম;আব্দুল্লাহপুরঃ রাজধানী উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষ যাতে নিজ বাড়িতে সুষ্ঠ, নিরাপদ ও যথাসময়ে পৌছাঁতে পারে সে জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এসি, টি আই, সার্জেন্ট অফিসার সহ সকল কর্মকর্তাবৃন্দ। সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের আগেই ঘোষনা দিয়েছেন যে, “সড়কগুলো যানজট মুক্ত রাখতে প্রয়োজনে ঈদের দিনেও আমি রাজপথে থাকব।” টি আই মাহফুজুর রহমান বলেন, “মন্ত্রীর সাথে আমরাও একত্রতা ঘেষনা করছি।” টি আই আরও বলেন, “পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পর্যবেক্ষন কেন্দ্রের মাধ্যমে প্রতিটি স্থান অত্যন্ত সুক্ষভাবে পর্যবেক্ষন করে আসছি। গরুর হাটগুলো যেন কোন প্রকার হয়রানি শিকার না হয় সেদিকে আমাদের সদা দৃষ্টি রয়েছে। ওয়াচ টাওয়ারটি স্থাপনে মহাসড়কে প্রতিটি ক্ষেত্রে নজর রাখতে অনেক সুবিধা হচ্ছে। এখন যানজটের কারণগুলো খুব সহজে খুঁেজ বের করে দ্রুত তার প্রতিকারের ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া যাত্রীগণ যেন কোন প্রকার ছিনতাই, পকেটমার, মলমপার্টির খপ্পরে পড়ে সর্বশ্রান্ত না হন সদা সক্রিয় পর্যবেক্ষন করছি। ওয়াচ টাওয়ারের মাধ্যমে একটি সু-শৃঙ্খল যাতায়াত, নিরাপত্তা জনগণকে উপহার দেওয়াই আমাদের একমাত্র লক্ষ।” জামালপুর গামী বাসের যাত্রী শহরআলী বলেন, “আগের চেয়ে খুব শান্তিপূর্ণ ভাবেই এবার বাড়িতে যাচ্ছি। মাঝেমধ্যে মৃদু জ্যাম ছাড়া কঠিন কোন জ্যামে পড়তে হয়নি। তিনি বর্তমান সরকারের সঠিক পদক্ষেপ গুলোর ভূয়সী প্রশংসা করেন।”