ওয়াজেদ মিয়াকে শুধু স্মরণ নয়, অনুসরণও করতে হবে

রেজাউর রহমান চৌধুরী; ঢাকা: মরহুম ওয়াজেদ মিয়া ছিলেন একজন সাদা মনের মানুষ, চিন্তার সাথে প্রজ্ঞা, বুদ্ধির সাথে বিবেচনা এবং জ্ঞানের সাথে মূল্যবোধের সম্বন্বয়ে গড়ে উঠেছিলো তাঁর ব্যক্তিত্ব যা জাতির পিতা বঙ্গবন্ধুকে আকৃষ্ট করেছিলো; আর তাই এরকম একটি গুনী ছেলের হাতে তিনি তার বড় মেয়ে বিয়ে দিয়েছিলেন। ওয়াজেদ মিয়াকে শুধু স্মরণ নয়, তাঁকে অনুসরণও করতে হবে। বলেছেন বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

তিনি আজ দুপুরে জতাীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শিশু একাডেমি আয়োজিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ওয়াজেদ মিয়ার নবম মৃত্যু বার্ষিকীর আলোচনানুষ্ঠানে প্রধান আতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বরেন, ওয়াজেদ মিয়া ছিলেন অসাম্প্রদায়িক চেতনাবোধ আপ্লুত এ মানুষটি ছিলেন মুক্তিবুদ্ধি ও মানবিক চেতনাবোধ সম্পন্ন, তাই মেধাবী হয়েও বাঙালীর প্রতিটি আন্দোলনে তিনি অংশগ্রহণ করছেন এবং কারাবরণ করেছেন।

উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র সভাপতিত্বে আলোচনাসভায় বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. মোল্লা আবু কাওসার প্রমুখ।