ওয়ার্নারের ‘দ্বিতীয়’ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : নাসির হোসেনকে কি মনে করে মুশফিকুর রহিম বোলিংয়ে আনলেন তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। কিন্তু ২২ গজের ক্রিজে হাত ঘোরানোর পরপরই মনে হল মুশফিকের মাথায় খেলা করছিল ভিন্ন পরিকল্পনা! তাতে সফল টেস্ট দলপতি।

৯৯ রানে থাকা ডেভিড ওয়ার্নার পরবর্তী ১ রান পেয়েছেন ১৫ বল পর। স্পিনার নাসির হোসেন ওয়ার্নারকে ১ রানের জন্য ১৫ বল খেলাতে বাধ্য করেন। শুধু বাধ্যই করেননি। রীতিমত নাসিরের হাত থেকে ছুড়ে আসা বলগুলো খেলতে যুদ্ধ করেন অসি ওপেনার। কিন্তু পরবর্তীতে ঠিকই তিন অঙ্কের ঘর অতিক্রম করেন ওয়ার্নার।

ডানহাতি অফস্পিনারের অফস্ট্যাম্পের বাইরের ফুলটস বল কাভারে পাঠিয়ে চিৎকার ওয়ার্নারের। বল বাউন্ডারি যাওয়ার আগেই হেলমেট খুলে শূণ্যে লাফ ওয়ার্নারের। ট্রেডমার্ক স্টাইলে শতরান উদযাপন করে ক্ষান্ত হন ওয়ার্নার। ২০৯ বলে ওয়ার্নার ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলে নেন, যা উপমহাদেশে দ্বিতীয় সেঞ্চুরি। ঢাকায় দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি ওপেনার।

ষষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে এশিয়ায় টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়ার রেকর্ডবুকে নাম তুলেছেন ওয়ার্নার। এর আগে বব সিম্পসন, অ্যালন বর্ডার, ড্যামিয়েন মার্টিন, মাইক হাসি, মাইকেল ক্লার্ক এশিয়ায় টানা দুই ম্যাচে সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন। এদের মধ্যে মাইক হাসির নাম আলাদা করে বলতে হবে। এমন নজীর মাইক হাসি দুবার করেছিলেন।