
বাংলাদেশের একজন সফল অভিনেত্রী অপু বিশ্বাস। এক সময়ে সুপারহিট সিনেমাতে অভিনয় করে অনেকের মনে যায়গা করে নেন তিনি। এখন অল্প কিছু সিনেমা করতে দেখা যায় তাকে তার পাশাপাশি থাকেন ব্যাবসায়িক প্রতিষ্ঠান গুলোর সাথে।
সম্প্রতি অপু ‘ওয়ালমার্ট’ নামের প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হন। শুক্রবার বেলা ১২ টার দিকে রাজধানীর একটি হোটেল অনিষ্ঠানের আয়োজন করা হয়।
চুক্তিবদ্ধ হওয়ার পর অপু বলেন, সিনেমার পাশাপাশি ভালো বিজ্ঞাপনের প্রস্তাব পেলে করি। সেই জায়গা থেকে ‘ওয়ালমার্ট’-র সাথে আপাতত ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হলাম। পরে এক বছর এক বছর করে চুক্তির মেয়াদ বাড়ানো হবে।
তিনি আরো বলেন ‘ওয়ালমার্ট’-র সাথে অনেক ভালো লাগছে। এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে আমি অনেক খুশি। আমি চাই ‘ওয়ালমার্ট’ যেনো হয় হাতের নাগালের পণ্য। আশা করি এই ৫ বছর এই ব্যান্ডের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবো।
সম্প্রতি তিনি ‘ঈশা খাঁ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এই ছবিতে তার নায়ক ডি এ তায়েব। বেশ ভিন্ন আমেজে এ ছবির কাজ শেষ করেছেন অপু। তবে এই নায়িকাকে মাঝে মধ্যেই বিজ্ঞাপনেও দেখা যায়। এদিকে বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’র শুটিং শেষ করেছেন অপু বিশ্বাস। এ ছবিতে তার নায়ক নিরব। আর ‘প্রেমপ্রীতির বন্ধন’র শুটিং চলমান রয়েছে। এখানে তিনি কাজ করছেন জয় চৌধুরীর বিপরীতে।