
ক্রীড়া ডেস্ক : স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
অভিজ্ঞ মিসবাহ-উল-হককে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ইনজামাম-উল-হকের নির্বাচক প্যানেল।ঘোষিত স্কোয়াডে সহকারীর দায়িত্ব পালন করবেন পাকিস্তান ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সরফরাজ আহমেদ।
আগামী ২১ এপ্রিলজ্যামাইকার সাবিনা পার্ক কিংসটন ওভালে প্রথম টেস্ট ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সফরকারী পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট ৩০ এপ্রিলবার্বাডোজের কিংসটন ওভাল ব্রিজটাউনে অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি আগামী ১০ মে ডোমিনিকার উইন্ডসোর পার্ক রুসোতে অনুষ্ঠিত হবে।
দ্বিপাক্ষিক সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। প্রতিটি ম্যাচসরাসরি সম্প্রচার করবে টেন ক্রিকেট ও টেন-থ্রি চ্যানেল।
পাকিস্তানের টেস্ট স্কোয়াড: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, শান মাসুদ, বাবর আজম, ইউনুস খান, আসাদ শফিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), উসমান সালাহউদ্দিন, মোহাম্মদ আসগর, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, ইয়াসির শাহ ও সাদাব খান।