ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।
আর এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুক্রবার ঘোষিত দলে ফিরেছেন ইংল্যান্ড সিরিজে বাদ পড়া উমর আকমল।
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন আকমল। বিশ্বকাপ শেষে তৎকালিন কোচ ওয়াকার ইউনুস কড়া সমালোচনা করেছিলেন উমর আকমলের।
তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও আনা হয়েছিল। কিন্তু নতুন কোচ মিকি আর্থারের আমলে আবার দলে ফিরতে যাচ্ছেন আকমল।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর দুবাইতে। দ্বিতীয়টি ২৪ সেপ্টেম্বর একই ভেন্যুতে। আর তৃতীয়টি অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর শারজায়।
পাকিস্তানের স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক), শারজিল খান, খালিদ লতিফ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর, মোহাম্মদ নাওয়াজ, শোয়েব মালিক, উমর আকমল, সাদ নাসিম ও রুম্মান রায়িস।